রোববার (১৪ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। সেই সাথে এই রায় পাওয়ার ৯০ দিয়ের মধ্যে নিয়োগ কার্যকর করতে বলা হয়েছে।
আদালতে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বিনা ফি’তে মামলা পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
প্রতিবন্ধী কোটা থেকে নিয়োগ না দেয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী প্রার্থীরা হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট ২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগ প্রশ্নে রুল জারি করেন।