দেশে এখন
0

রাজনীতিতে এককভাবে সফল হওয়া যায় না : খালিদ মাহমুদ

নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সেই বিষয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানে যেভাবে কাজ করতে বলবেন আমরা সেখানে সেভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো।’

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘নতুন মন্ত্রিসভায় আমাকে রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হোক না কেন সবাই একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো। বিশ্বে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করবে নতুন মন্ত্রিসভা।’

এছাড়া আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছিল তা এখন জনগণের ইশতেহারে রূপ নিয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, আর এই ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব এখন মন্ত্রীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের, সে লক্ষ্যেই আমরা কাজ করবো।