বিজয়ীর বেশে সোহরাওয়ার্দী উদ্যানে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৫৩ বছর আগে এদিন একই উদ্যানে পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বিজয়ীর বেশে এসেছিলেন বঙ্গবন্ধু।
রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করা আওয়ামী লীগের বিজয় উৎসবে উপস্থিত নেতাকর্মীরা হর্ষধ্বনি আর স্লোগানে দলনেতা শেখ হাসিনাকে স্বাগত জানায়। এ সময় নতুন শপথ নেয়া সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যে বঙ্গবন্ধুর দেশে ফিরে আসা ও দেশ গঠনের ইতিহাস তুলে ধরেন। এছাড়া পরিবারের সদস্যদের হারিয়ে তার দেশে ফেরার গল্পও বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের নেয়া উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ।
শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি।’
একটি শ্রেণি নির্বাচন নিয়ে প্রশ্ন করছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভোট কারচুপি বলার সুযোগ নেই। নির্বাচনে কোন হস্তক্ষেপ করেনি সরকার।
শেখ হাসিনা বলেন, ‘মানুষকে ভোট থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু বাধা দিইনি। দেশের মানুষ সব বাধা উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে।’
দলের পক্ষ থেকে আবারো সংসদ নেতা নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।