রাজনীতি
0

‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অস্থিতিশীল করতে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত’

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অস্থিতিশীল করতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে সংস্কার করতে চায় তার ৮০ শতাংশ শেখ হাসিনার পলায়নের মাধ্যমে হয়েছে। এখন শুধু নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন। নির্বাচন দিতে যত দেরি হবে, তত শেখ হাসিনার ষড়যন্ত্র বৃদ্ধি পাবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সাথে সম্পর্ক অস্থিতিশীল করতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত।’

এছাড়া কিংস পার্টির নামে আওয়ামী দুর্বৃত্তদের দলে ফেরানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘দেশে মাইনাস টু ফর্মুলা এখনো রয়েছে। বিএনপি মাইনাস হলে ভারত যেভাবে চাইবে বাংলাদেশ ঠিক সেভাবেই চলবে।’

এএম