দেশে এখন
0

নির্বাচনের আগে ৭১ দিনে ৩০৩টি অগ্নিকাণ্ড

২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ এর ৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭১ দিনে সারাদেশে মোট ৩০৩টি অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

এরমধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি ১৩৭টি এবং সারাদেশে ১৬৬টি অগ্নিকাণ্ড ঘটে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাজীপুর জেলায়।

অগ্নিকাণ্ডে ৩০২টি যানবাহন ও ২৩টি স্থাপনা পুড়ে যায়। এ ঘটনায় সারাদেশে ৫ জন আহত ও ৮ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে ফায়ার সার্ভিস এর ২জন ও সাধারণ মানুষ ছিলেন ৩ জন। এসব আগুন নেভাতে সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৫৩৯টি ইউনিট ও ২ হাজার ৯৫৯ জনবল কাজ করে।

পর্যালোচনায় দেখা যায়, যানবাহনের মধ্যে বাস ১৭৬টি, ট্রাক ৪৯টি, কাভার্ড ভ্যান ২৫টি, মোটরসাইকেল ২১টি, পিকআপ ১০টি, ট্রেন ৫টি, সিএনজি, প্রাইভেটকার, মাইক্রোবাস ও লেগুনা ৩টি করে। এছাড়াও ১টি করে নছিমন, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্সে আগুন লাগে।

অপরদিকে ২৩টি স্থাপনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ৯টি, বিএনপি অফিস ৫টি, আওয়ামী লীগ অফিস ১টি, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বৌদ্ধ মন্দির ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি এবং শোরুম ২টি রয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, সবশেষ ৭১ দিনের মধ্যে ৪৭ দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাকি ২৪ দিন কোন অগ্নিকাণ্ড ঘটেনি। এরমধ্যে অক্টোবরে ১ দিন, নভেম্বরে ৩ দিন, ডিসেম্বরে ১৭ দিন ও জানুয়ারি মাসে ৩ দিন কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

এসএস