ধর্ম
দেশে এখন
0

বড়দিনে মেহেরপুরের খ্রিস্টানপল্লিতে বর্ণিল আয়োজন

বড়দিনকে কেন্দ্র করে মেহেরপুরের খ্রিস্টান পল্লিগুলো সেজে উঠেছে উৎসবের আমেজে। নানা রঙের আলোকসজ্জায় সেজেছে গির্জাগুলো। মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে গোশালা।

বল্লভপুর ও রতনপুরে বাড়িতে বাড়িতে তোলা হয়েছে স্টার আর লাইটিং করা ক্রিসমাস ট্রি। দেশের দ্বিতীয় বৃহত্তম খ্রিস্টান পল্লিতে বড়দিন উপলক্ষে বর্ণিল আয়োজন। রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। বড় ঘণ্টা বাজিয়ে শুরু হবে প্রার্থনা। আর বাড়িতে বাড়িতে তৈরি হবে মজাদার খাবার।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা বলেন, 'বড়দিন আমাদের কাছে খুবই বিশেষ। সারাবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। প্রতিটি বাড়িতেই আলো জ্বালাই, রকমারি রান্না করি।'

বাগোয়ান ইউপি সদস্য বাবুল মল্লিক বলেন, 'বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খ্রিস্টান এই এলাকায় বসবাস করে। আমরা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব পালন করি।'

খ্রিস্টান সম্প্রাদায়ের সবচেয়ে বড় উৎসব ঘিরে বাড়তি নিরাপত্তার কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত বলেন, 'এই উপজেলায় মোট চার্চ রয়েছে ১৭টি। বড়দিন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নেয়া হয়েছে।'

এদিকে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে সাতদিনব্যাপী মেলা। ২৫ তারিখ থেকে শুরু হয়ে মেলা চলবে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর