দেশে এখন
0

চট্টগ্রামে দাম বাড়ায় পেঁয়াজ কেনা কমিয়েছে ভোক্তারা

ভারতীয় পেঁয়াজ বিক্রি ১৮০-২০০ টাকায়

লাফিয়ে লাফিয়ে বাড়ছে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে কমছে। বেশ কিছুদিন ধরে এ অবস্থা পেঁয়াজের বাজারের। স্থিতিশীল হতে পারছে না নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি দাম। গেল দশ দিন ধরে চট্টগ্রামের বাজারে নতুন দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে।

তবে খুচরা বাজারে দাম এখনো বেশি। মান ও আকারভেদে বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১৩০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

দাম বাড়ার কোন সদুত্তর নেই বিক্রেতাদের কাছে। তারা বলেন, কুয়াশার কারণে মাটি ভেজা তাই পেঁয়াজ কম তোলা হচ্ছে। পাঁচ কেজির জায়গায় ১ কেজি নিচ্ছে। ভারতীয় পেঁয়াজ বাজারে সীমিত আকারে আছে।

ক্রেতারা বলছেন দাম কেবল মুখে মুখে কমছে বাস্তবচিত্র একেবারে ভিন্ন। এতে চাহিদা কমাতে বাধ্য হচ্ছেন তারা।

তারা বলেন, দাম হুট করে কমে আবার বাড়ে। তাই কম করে নিচ্ছি। পেঁয়াজ কমার সংবাদ দেখে বাজারে আসলেও দাম বাড়তিই থাকে।

এদিকে খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকা কেজি দরে। আর ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকায়। পাইকারি এবং খুচরায় দামের পার্থক্য ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত।

বাজারে দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ার পরও বেশি দামে বিক্রি করাকে বিক্রেতাদের কারসাজি বলছেন ক্রেতারা। এমন অবস্থায় পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও মনিটরিং জোরদার করার দাবি তাদের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর