দেশে এখন
0

নওগাঁয় রাস্তা প্রশস্ত না হওয়ায় কমছে না ভোগান্তি

১৪শ' কোটি টাকার বাজেট প্রস্তাব সড়ক বিভাগের

সড়কের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যানবাহন চলাচল করায় প্রায় সময়ই স্থবির থাকে নওগাঁর জনপদ। ইজিবাইক ও ছোট বাহনের দীর্ঘজটের ভোগান্তিতে শহরবাসী।

স্থানীয় বাসিন্দারা বলেন, 'শুধু শুনেছি রাস্তা প্রশস্ত হবে কিন্তু আজও হলোনা। এই রাস্তা এখন জঞ্জালে পরিণত হয়েছে। যানজট লেগেই থাকে তাই পথচারীদের ভোগান্তি অনেক।'

সরু রাস্তার কারণে পণ্যবোঝাই যান চলাচলে অনেক সময় লেগে যায়। এর প্রভাব পড়ছে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যে। তাই দীর্ঘদিন ধরেই এই সড়ক সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের।

নওগাঁ পৌরসভার মেয়র মো.নাজমুল হক বলেন, 'এ সড়ক চওড়া হবে এটা নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। খাদ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি। একনেকের মিটিংয়ের অপেক্ষায় আছে।'

নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, 'বারবার  এই রাস্তা মাপা হচ্ছে। ডিজাইন এবং ভূমি অধিগ্রহণ নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে।'

স্থানীয়দের ভোগান্তি নিরসনে শহরের রাস্তা প্রশস্তের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পরিকল্পনা অনুযায়ী সাড়ে ১৬ কিলোমিটার রাস্তা চারলেনে উন্নীতকরণের জন্য ১৪শ' কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে সওজ। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন মিললে কাজ শুরু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. রাশেদুল হক বলেন, 'আমরা ৪ লেনের একটি প্রকল্প তৈরি করেছি। অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এটি প্রক্রিয়াধীন আছে।'

এই প্রকল্প বাস্তবায়ন হলে সড়ক প্রশস্তের পাশাপাশি ফুটওভার ব্রিজ, কালভার্ট, ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।