দেশে এখন
0

দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ১০ টায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

বকেয়া বেতন দাবিতে আজ (বুধবার, ১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খা-পাঁড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা ট্যাক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

পরবরতীতে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সকাল সোয়া ১০টায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, তারা ট্যাক্স ফ্যাশন লিমিটেড কারখানায় কাজ করে কয়েক হাজার শ্রমিক। প্রায় সময় কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধে বিলম্ব করে আসছে। গত রোববার (১০ নভেম্বর) কর্তৃপক্ষ শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়। এরপর থেকে গত তিনদিন কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে ফিরে যান শ্রমিকরা। তাই বাধ্য হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী এবং পুলিশের আশ্বাসে শ্রমিকরা দেড় ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেন। কারখানা মালিকের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে।

এএম