এদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় স্মৃতিচারণ করেন শহীদ সন্তানেরা। ৫৩ বছর ধরে জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রাক্কালের ভয়াল চিত্র।
গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'যে বাংলাদেশকে পাকিস্তানিরা এক সময় বোঝা বলেছিল আজ তারাই নিজেদরকে বাংলাদেশ বানাতে চায়, বাংলাদেশের মত উন্নত হতে চায়। এই ১৫ বছরে দেশ বদলে গেছে। তবে বরাবরের মতো এবারও নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র শুরু হয়েছে।'
আন্দোলনের নামে যারা মানুষ মারার পরিকল্পনা করছে তারা দেশকে কোন গণতন্ত্র উপহার দেবে, এই প্রশ্নও রাখেন সরকারপ্রধান।
বিএনপি নেতাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা ভোট কারচুপি করে জনগণের অধিকার কেড়ে নিয়েছিলো।
আওয়ামীলীগ সভানেত্রী আরও বলেন, 'যারা রেললাইন কেটে ফেলে তারা পরাজিত শক্তির দালাল। এদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। এদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তারা ভোট প্রয়োগ করবে, উন্নত জীবন গড়বে।'
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আর কারো কাছে হাত পেতে চলবে না। মর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।