মধ্যরাত থেকে আলু আমদানির (অনুমতিপত্র) আইপির মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ বাড়ানো না হলে শুক্রবার থেকে দেশের স্থলবন্দরগুলো দিয়ে আলু আমদানি বন্ধ হয়ে যাবে। এদিকে আইপির মেয়াদ শেষ হওয়ার আগেই বন্দর এলাকায় আলুর কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে।
আজ(বৃহস্পতিবার)সকালে আইপির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী ইউসুফ আলী। তিনি বলেন, আলু আমদানির আইপির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত ছিলো। ফলে আজ মধ্যরাত থেকে আলু আমদানির মেয়াদ শেষ হবে। আগামীকাল থেকে আমদানিকারকরা আর আলু আমদানি করতে পারবেন না।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, বাজার স্বাভাবিক রাখতে আমরা হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রেখেছি। তবে আমরা আইপির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছি।
এর আগে দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ৩০ অক্টোবর সরকার আলু আমদানির অনুমতি দেয়। ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু করে আমদানিকারকরা। এরপর আলুর বাজার স্বাভাবিক হতে শুরু করে।