পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

ময়লা-আবর্জনার দখলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন ময়লা-আবর্জনার দখলে। ময়লার উৎকট গন্ধে মহসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েন।

জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ময়লার ট্রাকগুলো প্রতিদিন এখানে ময়লা ফেলে। ফলে এ মহাসড়ক ভাগাড়ে পরিণত হয়েছে। আর সন্ধ্যায় আগুন জ্বালিয়ে বর্জ্য পুড়িয়ে ফেলে পরিচ্ছন্নতাকর্মীরা। সে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এর বিষক্রিয়ায় মহাসড়কের পাশের গাছগুলো মারা যাচ্ছে।

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেতে পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। স্থানীয়রা বলেন, ময়লার গন্ধে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে না পারার কথা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারে না। দ্রুত এ সমস্যার সমাধান চান তারা।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত চৌদ্দগ্রাম পৌরসভায় ৪০টির বেশি ডাস্টবিন রয়েছে। প্রতিদিন ১৮ টনের বেশি ময়লা-আবর্জনা মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। এসব বর্জ্য থেকে দূষিত হচ্ছে পরিবেশ।

চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মীর হোসেন মীরু বলেন, ‘নিজস্ব জায়গা সংকটের কারণে মহাসড়কের পাশে ময়লা ফেলতে হচ্ছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। অনুদান পেলেই কাজ শুরু করব’।

এছাড়া কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা পৌরসভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তালতলী ও ধানসিঁড়ি এলাকায় বর্জ্য ফেলছেন।

পরিবেশবিদ মতিন সৈকত বলেন, ‘এসব ময়লা-আবর্জনা মহসড়কের পাশে ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া অনেক খাল-বিল ভরাট হয়ে যাচ্ছে’।

ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে খাল-বিল। ছবি: এখন টিভি

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘এ বিষয়ে একাধিকবার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়রকে জানিয়েছি। খুব দ্রুতই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে’।

আরও পড়ুন: