আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলায় তিনটি ও নকলা উপজেলায় আটটি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব আব্দুল্লাহ আল মামুন।
এদিন, সদরের তিনটি ও নকলা উপজেলায় সাতটি ভাটায় ছয় লাখ করে ও একটি ভাটায় পাঁচ লাখ টাকাসহ মোট ৬৫লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীকসহ, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা।