দেশে এখন
0

ভোটের সব তথ্য এক অ্যাপে

ভারতের অনুকরণে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ

এক অ্যাপেই মিলবে ভোটের সব তথ্য। জানা যাবে, ভোটার সংখ্যা, প্রার্থীর আয় ব্যয়ের হিসাব কিংবা ভোটকেন্দ্রের অবস্থান।

রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা নামের অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি বলেন, 'এর মাধ্যমে বন্ধ হবে ভোটের অনিয়ম। ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবি, গুগল ম্যাপে ভোটকেন্দ্রের অবস্থান- একগুচ্ছ সেবা দিতে প্রস্তুত স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ।'

এই অ্যাপটি নির্বাচনের স্বচ্ছতায় সহায়ক হবে বলে মনে করেন নির্বাচন কমিশনারা। নির্বাচন কমিশনের প্রথম ডিজিটাল এই সেবার মাধ্যমে জানা যাবে বিভাগভিত্তিক আসনের তথ্য, কোন আসনে কে কে প্রার্থী, কতটি কেন্দ্র এবং ভোটার সংখ্যা, পাশাপাশি প্রার্থীদের হলফনামা, আয়কর সম্পর্কিত তথ্য, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী। সবই সংরক্ষিত ও প্রকাশিত থাকবে এই অ্যাপে।

নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপের পাশাপাশি উদ্বোধন করা হয় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পদ্ধতি ওএনএএস। নির্বাচন কমিশন বলছে, এর মাধ্যমে মনোনয়নপত্র দাখিলে বাধা দেয়ার সুযোগ কিংবা আচরণবিধি লঙ্ঘনের সংস্কৃতি থেকে মুক্তি পাবে বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, 'স্মার্ট নির্বাচন ব্যাবস্থাপনা অ্যাপটি ভারতের অনুকরণে করা হলেও বাংলাদেশের অ্যাপটি হবে অনেক বেশি তথ্যবহুল।' তিনি আরও বলেন, 'অনলাইনের এসব পদ্ধতির মাধ্যমে বন্ধ হবে ভোটের অনিয়ম। নির্বাচনে বেশি কিছু হলে, তাও বিশ্লেষণের সুযোগ থাকবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেই অ্যাপের মাধ্যমে ভোটের সব কর্মকাণ্ড তদারকি করবে নির্বাচন কমিশন।'