ঈদুল আজহায় ১০ দিনের ছুটি অনুমোদন

ঈদের নামাজের ছবি
ঈদের নামাজের ছবি | ছবি: সংগৃহীত
0

আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদে ১০ দিনে ছুটির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ (মঙ্গলবার, ৬ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঈদুল আজহায় ১০ দিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে ছুটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তবে কবে থেকে ঈদের ছুটি শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। শফিকুল আলম লিখেছেন, ঈদের আগে ১৭ ও ২৪ মে অর্থাৎ দুই শনিবার সরকারি অফিস খোলা রাখারও সিদ্ধান্ত হয়েছে।

Shafiqul Alam post |ছবি: ফেসবুক

আজকের সভায় উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করেছেন বলেও উল্লেখ করেন প্রেস সচিব।

সবশেষ ঈদুল ফিতরে গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি দিয়েছিল সরকার।

এসএস