আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এ শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত উপস্থাপন করা হবে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও ‘শেষ করে দেওয়ার’ পরিকল্পনায় ভূমিকা, গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উসকানি, এবং ২৮৬টি মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র-জনতাকে আসামি করার অভিযোগ।
প্রসিকিউশনের উপস্থাপনার পর আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরবেন। এর আগে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছিল। এদিকে গত ৪ ডিসেম্বর প্রসিকিউশন সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রহণ করে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট দেশত্যাগের চেষ্টা করার সময় সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হন। এরপর থেকে তারা হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন।
এদিকে একই ট্রাইব্যুনালে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে।
আজ যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন। এ মামলায় চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন। সকালে দুই মামলার মোট ছয় জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।





