আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ভোটের গাড়ির যাত্রা শুরু হয়।
এরপর ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় ও জালকুড়ি হয়ে গাড়িটি ফতুল্লার পাগলা, পঞ্চবটি ও কাশিপুর এলাকা প্রদক্ষিণ করে। বিকেলে প্রচারণা গাড়িটি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় গিয়ে অবস্থান নিবে।
প্রচারণার সময় গাড়িতে নির্বাচনি গান পরিবেশন করা হয় এবং বড় পর্দায় বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। পথে পথে মানুষ প্রচারণার দিকে নজর দেয় এবং অনেককে সাড়া দিতে দেখা যায়।
আরও পড়ুন:
এনসিপির নেতারা জানান, গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতেই এই ভোটের গাড়ি নিয়ে মাঠে নামা হয়েছে। নারায়ণগঞ্জে এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি করেন তারা।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা।





