এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | ছবি: পিআইডি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (বুধবার, ২১ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি রেফারেন্ডাম বা গণভোট এবং পোস্টাল ব্যালট রয়েছে। সেজন্য ভোট গণনায় দেরি হতে পারে। এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কেন্দ্রে কোনো ইন্সিডেন্ট হলো। ওটাকে ঘিরে অপতথ্য ছড়ানো হতে পারে। এগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এটা নিয়ে আজ কথা হয়েছে।’

আরও পড়ুন:

এসময় চব্বিশের গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রের প্রায় ৬২ এবং গোলাবারুদের ৫২ শতাংশ সেনাবাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেস সচিব। এছাড়া এবার নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে রেকর্ড পরিমাণ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘এর মধ্যে এক লাখ সেনাসদস্য; ১৫ হাজার নৌবাহিনী, তিন হাজার ৭৩০ কোস্ট গার্ড, দেড় লাখ পুলিশ ও আট হাজারের মতো র‌্যাব সদস্য থাকবে। এবার নির্বাচনে ফায়ার সার্ভিসও যুক্ত থাকবে। নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকের অধীনে কাজ করবে।’

এসএস