চট্টগ্রামের সলিমপুরে র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় সমস্ত বাহিনী একত্রিত করে অবৈধ অস্ত্র উদ্ধারে নামবে জানিয়ে তিনি বলেন, ‘নিহতের ঘটনায় জড়িত প্রত্যেককেই এরেস্ট করা হবে।’
প্রেস সচিব বলেন, ‘রাজস্ব আদায়ে রাজস্ব নীতি ও রাজস্ব বোর্ড নামে আলাদা দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে দুইটা বিভাগ আলাদাভাবে কাজ শুরু করবে।’
এসময় সরকারি কয়েকটি সিদ্ধান্তের ব্যাপারেও জানান তিনি। তিনি বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে এখন থেকে ‘‘নারী ও শিশু মন্ত্রণালয়” নাম হবে।’
এছাড়া দেশে নতুন ৪টি থানা স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে এবং ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার নাম পরিবর্তন করে ভুল্লী নামকরণ (ঈ কারের পরিবর্তন) করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। তবে ২১ হাজার ৯৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনায় স্পেশাল প্রায় ৭১ কোটি টাকা সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয়েছে, যাতে সিসি ক্যামেরা সংযোগ দেয়া হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৬টি করে ক্যামেরা থাকবে।’
তিনি বলেন, ‘কিছু জেলায় শতভাগ পর্যায়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গাজীপুরে ৩১ জানুয়ারির মধ্যে সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’
তিনি আরও বলেন, ‘সারা দেশে একই প্রক্রিয়া বাস্তবায়নে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। সেখানে সৌরবিদ্যুত ও জেনারেটর দিয়ে বিদ্যুৎ দেয়া হবে।’





