আজ (সোমবার, ১২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামে ডিসি পার্কে ফুল উৎসবে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লুৎফে সিদ্দিকী বলেন, ‘গণভোটকে আরও জনপ্রিয় করতে চট্টগ্রামেও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আঞ্চলিক ভাষায় গান, টিভিসি, নানা চমৎকার আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে গণভোটের বার্তা।’
আরও পড়ুন:
চট্টগ্রামের বিভিন্ন ভোটকেন্দ্র ও এলাকা পরিদর্শন করে মানুষের মধ্য নির্বাচন নিয়ে যেমন আগ্রহ দেখা যাচ্ছে তেমনি গণভোট নিয়েও তাদের ব্যাপক উৎসাহ আছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘চট্টগ্রামে আজ থেকে আনুষ্ঠানিকভাবে গণভোট নিয়ে প্রচার শুরু হয়েছে। একটি বড় কারাভানসহ তিনটি যানে করে গণভোটের বার্তা পৌঁছে দেয়া হবে কেন্দ্র থেকে প্রান্তে।’
এদিকে ফুল উৎসবে গণভোটের প্রচার প্রচার প্রচারণা বেশ সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। অনেকে গণভোট নিয়ে সেভাবে না জানলেও এমন কর্মসূচির মধ্য দিয়ে এ ভোট নিয়ে তাদের ধারণা ও আগ্রহ নতুন মাত্রা পেয়েছ।





