সিইসি কর্তৃক নির্বাচনি তফসিল ঘোষণা (CEC Election Schedule Announcement)
গত বছরের ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল (Election Schedule) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি (Chief Election Commissioner) এ এম এম নাসির উদ্দিন।
মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইয়ের সময়সীমা (Nomination and Scrutiny Timeline)
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার (Nomination Paper Submission) শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই (Nomination Scrutiny) চলে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার (Returning Officer) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের (Appeal) শেষ তারিখ ছিল ১১ জানুয়ারি।
আপিল শুনানি ও প্রার্থিতা প্রত্যাহারের তারিখ (Appeal Hearing and Withdrawal)
আপিলের শুনানি (Appeal Hearing) অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের (Withdrawal of Candidacy) শেষ দিন ২০ জানুয়ারি। তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ (Final Candidate List) ও প্রতীক বরাদ্দ (Symbol Allocation) দেয়া হবে।
নির্বাচনি প্রচারণা ও ভোটের দিন (Election Campaign and Polling Day)
প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনি প্রচার-প্রচারণা (Election Campaigning)। এই প্রচার কার্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হবে কাঙ্ক্ষিত ভোটগ্রহণ।
ভোটার সংখ্যার চূড়ান্ত পরিসংখ্যান (Final Voter Statistics)
নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা (Seat-based Voter List) এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা (Total Voters) ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার (Male Voters) ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার (Female Voters) ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার (Third Gender Voters) ১ হাজার ২৩৪ জন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের (12th National Election) সময় দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
একনজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
- ভোটগ্রহণের তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ (একই দিনে দেশজুড়ে গণভোট অনুষ্ঠিত হবে)।
- নির্বাচনি প্রচারণা: শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।
- তফসিল ঘোষণা: গত বছরের ১১ ডিসেম্বর ২০২৫ সিইসি এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেন।
- মনোনয়নপত্র জমা: শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর।
- যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সম্পন্ন হয়েছে।
- আপিল ও শুনানি: আপিলের শেষ তারিখ ছিল ১১ জানুয়ারি; শুনানি চলবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
- প্রার্থিতা প্রত্যাহার: শেষ দিন ২০ জানুয়ারি।
- প্রতীক বরাদ্দ: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ২১ জানুয়ারি।
- মোট ভোটার সংখ্যা: ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
- পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন।
- নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন।
- তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন।
- তুলনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।





