আজ (শনিবার, ১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা নিয়ে এসব তথ্য প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
তথ্যে দেখা যায়, ৮৫ শতাংশ দুর্ঘটনার কারণ যানবাহনে অতিরিক্ত গতি। এছাড়া দুর্ঘটনায় রাজধানীতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, আর সবচেয়ে কম বরিশাল বিভাগে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরে ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে গতকাল (শুক্রবার, ৯ জানুয়ারি)।
আরও পড়ুন:
একই দিন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর এমন চিত্র নিত্যদিনের, যা প্রতি বছরই বাড়ছে। ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত বছর দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭ হাজার ৫৮৪টি এবং এতে নিহত হয়েছেন ৭ হাজার ৩৫৯ ও আহত ১৬ হাজার ৪৭৬ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানবসম্পদের ক্ষতি হয়েছে, তার আর্থিক মূল্য ২৫ হাজার ৫৫০ কোটি ৮ লাখ ৫২ হাজার টাকার সমান, যা জিডিপির ১ দশমিক ৫ শতাংশ।
সড়ক দুর্ঘটনায় নিহতের পাশাপাশি গত বছর দেশে ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন এবং ৫১৯টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৭৮ জন।





