এর আগে বিশেষ আর্থিক অনুদান সিদ্ধান্ত জানিয়েছিল সরকার। সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার সদস্যরা অভিযোগ করেন, দুর্ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও এখনও সঠিক বিচার নিশ্চিত হয়নি। দেশের আইন অনুসারে, অভিযুক্ত বিমান বাহিনীর ও মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।
আরও পড়ুন:
এসময় পাঁচ দফা দাবি তুলে ধরেছে সেগুলো হলো— ন্যায় বিচার, আর্থিক ক্ষতিপূরণ, নিহত শিক্ষার্থীদের শহিদি মর্যাদা প্রদান, স্মৃতি রক্ষায় পদক্ষেপ ও পুনর্বাসন নিশ্চিত করা।
তারা জানান, যদি বিচার বাস্তবায়ন না হয়, তাহলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন হতাহতদের পরিবারের সদস্যরা।





