আজ (সোমবার, ৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরামের নেতারা।
সংগঠনটির নেতারা বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। এছাড়া প্রার্থিতা বাছাই যদি নিরপেক্ষ না হয়, তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে।
আরও পড়ুন:
কর্মকর্তাদের পক্ষপাত আচরণ আমলে নিয়ে তদন্তের দাবি জানিয়ে বক্তারা বলেন, অতীতে অনেক রাজনৈতিক কর্মী মিথ্যা মামলা ও নিপীড়নের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে আপিল নিষ্পত্তি করার আহ্বানও জানান তারা। এছাড়া সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়।





