জিয়া উদ্যান উন্মুক্ত: শ্রদ্ধা জানাতে খালেদা জিয়ার কবরে সাধারণ মানুষের ঢল

ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ
ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ | ছবি: এখন টিভি
1

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। আজ (বৃহস্পতিবার, ০১ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার সমাধিস্থলে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

এদিন বেলা সাড়ে ১২টার পর খালেদা জিয়ার সমাধিস্থল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকেই জিয়া উদ্যানে একে একে প্রবেশ করেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কেউ কেউ দোয়া-মোনাজাতে অংশ নেন। শোকাবহ পরিবেশে অনেককে অশ্রুসজল চোখে কবর জিয়ারত করতেও দেখা যায়।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকেই সাধারণ মানুষ কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে আসতে থাকেন। তবে নিরাপত্তাজনিত কারণে তখন প্রবেশের অনুমতি দেয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে প্রবেশমুখ খুলে দেয়া হলে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

খালেদা জিয়ার সমাধিতে জনমানুষের ঢল |ছবি: এখন টিভি

গতকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

দীর্ঘদিন ধরে নানা জটিলতায় অসুস্থ ‘আপসহীন নেত্রী’ খ্যাত খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এনএইচ