পুত্রবধূ খালেদা জিয়াকে হারালো বগুড়া; শোকে বিহ্বল জেলাবাসী

খালেদা জিয়া
খালেদা জিয়া | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে তার শ্বশুরবাড়ি বগুড়ায় নেমেছে শোকের ছায়া। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ ছুটে আসেন বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে। বিএনপি নেতাকর্মীরাসহ কান্নায় ভেঙ্গে পড়েন সবাই। অশ্রু সিক্ত চোখে স্মরণ করেন বগুড়ার পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রীকে।

স্থানীয়রা জানান, খালেদা জিয়া বগুড়ায় এলে সমস্ত প্রোটকল ভেঙে মিশে যেতেন জেলার মানুষের সঙ্গে। এখানকার যেটুকু উন্নয়ন হয়েছে, তা কেবল তারই হাত ধরে হয়েছে। তাই দল-মত নির্বিশেষে বগুড়াবাসীর মনে জায়গা করে নিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবার নির্বাচন করেন জিয়াউর রহমানের বাড়ি গাবতলী-শাজাহানপুর বগুড়া-৭ আসন থেকে। তারপর থেকেই বগুড়ার বিভিন্ন সভা সমাবেশে যোগ দেন তিনি আর সেসব স্মৃতি মনে করেই কান্নায় ভেঙে পড়েন বগুড়ার নেতাকর্মীরা।

বগুড়া-৭ আসন থেকে এবারো মনোনয়ন জমা দেয়া হয়েছিলো তার প্রতিদ্বন্দ্বিতার জন্য, কিন্তু সাড়ে পাঁচ লাখ ভোটারকে নিরাশ করে দিয়ে আজ ভোরে চলে গেলেন তিনি।

ইএ