ভোটার হতে নিবন্ধন করেছেন জাইমা রহমান

জাইমা রহমান, নির্বাচন কমিশন ভবন
জাইমা রহমান, নির্বাচন কমিশন ভবন | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করার পর নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার কাজ শেষ করেছেন তার কন্যা জাইমা রহমানও। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি তার মা জুবাইদা রহমানের সঙ্গে যান।

সেখানে তাকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্রে জন্য ছবি তোলা, আঙুলের ছাপ, স্বাক্ষর দেয়া ও আইরিশের প্রতিচ্ছবির (চোখের মনির স্ক্যনিং) মাধ্যমে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

এর আগে গত ২৩শে জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন জুবাইদা রহমান। ফলে তিনি তার জাতীয় পরিচয়পত্র আগেই পেয়েছেন।—বিবিসি

এসএস