প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ | ছবি: সংগৃহীত
1

পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়, খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে, যা পদত্যাগ হিসেবে অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীসহ কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল বেশকিছু সংগঠন।

এসএইচ