৫০তম বিসিএস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য (Quick Info for Candidates):
পিএসসি ৫০তম বিসিএসের প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ (Preliminary Exam Date) ঘোষণা করেছে। চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হলো:
- আবেদনের শেষ সময় (Application Deadline): ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট।
- মোট পদসংখ্যা (Total Vacancies): ২,১৫০ টি (ক্যাডার ও নন-ক্যাডার মিলে)।
- প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam): ৩০ জানুয়ারি ২০২৬।
- লিখিত পরীক্ষা শুরু (Written Exam Date): ৯ এপ্রিল ২০২৬।
- মৌখিক পরীক্ষা শুরু (Viva-Voce Date): ১০ আগস্ট ২০২৬।
আরও পড়ুন:
শূন্য পদের বিবরণ (BCS Vacancy List):
এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ (2,150 Recruitment) দেওয়া হবে। পদের বিন্যাস নিম্নরূপ:
- ক্যাডার পদ (Cadre Posts): ১ হাজার ৭৫৫টি।
- নন-ক্যাডার পদ (Non-Cadre Posts): ৩৯৫টি।
- নতুন পদের অন্তর্ভুক্তি (Addition of New Posts): এবারের বিসিএসে কিছু নতুন টেকনিক্যাল ও জেনারেল পদ যুক্ত হয়েছে, যা চাকরিপ্রার্থীদের জন্য বাড়তি সুযোগ তৈরি করেছে।
নম্বর বণ্টন ও পদ্ধতিতে পরিবর্তন (Changes in Marks Distribution):
৫০তম বিসিএসের অন্যতম আলোচিত বিষয় হলো এর নম্বর বণ্টনে পরিবর্তন (Changes in Marks Distribution)। পিএসসি জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এবার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সিলেবাস ও নম্বরের ক্ষেত্রে কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার্থীদের নতুন এই পরীক্ষা পদ্ধতির (New Exam Pattern) সাথে খাপ খাইয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পিএসসি আরও জানায়, ৩১ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা (Total Applicants) প্রকাশ করা হবে। বিসিএস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রার্থীদের বিপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট (BPSC Official Website) নিয়মিত চেক করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:
৫০তম বিসিএস প্রিলি নম্বর বণ্টনে বড় পরিবর্তন; বাংলা-ইংরেজিতে কমলো নম্বর, বেড়েছে বিজ্ঞানে!
বিসিএস পরীক্ষার দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি (50th BCS Preliminary) পরীক্ষায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। প্রিলিমিনারি পরীক্ষার মোট ২০০ নম্বর অপরিবর্তিত থাকলেও, বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে বড় ধরণের রদবদল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের গভীর জ্ঞান এবং যৌক্তিক সক্ষমতা যাচাই করার লক্ষ্যে এবার বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের (Bengali, English and General Knowledge) মতো বিষয়গুলোতে নম্বর কিছুটা কমানো হয়েছে। বিপরীতে, যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে বিজ্ঞান, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার (Science, Mathematical Reasoning and Mental Ability) মতো বিষয়গুলোতে নম্বর বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
নম্বর বণ্টনের মূল পরিবর্তনগুলো একনজরে (Key Changes at a Glance):
- নম্বর কমেছে যে ৩টি বিষয়ে:
- ১. বাংলা ভাষা ও সাহিত্য (Bengali Language & Literature)
- ২. ইংরেজি ভাষা ও সাহিত্য (English Language & Literature)
- ৩. সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) (General Knowledge)
- নম্বর বেড়েছে যে ৩টি বিষয়ে:
- ১. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (Mathematical Reasoning & Mental Ability)
- ২. সাধারণ বিজ্ঞান (General Science)
- ৩. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (Computer & Information Technology)
- মোট নম্বর: ২০০ (অপরিবর্তিত)।
- সময়: ২ ঘণ্টা।
আরও পড়ুন:
৫০তম বিসিএস প্রিলি নম্বর বণ্টনে; কোন বিষয়ে বাড়ল আর কোনটিতে কমল?
সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন (Subject-wise Marks Distribution) পদ্ধতিতে মোট ২০০ নম্বর ঠিক থাকলেও, ১০টি বিষয়ের মধ্যে ৬টি বিষয়ের নম্বরে কাটছাঁট ও সংযোজন করা হয়েছে।
একনজরে ৫০তম বিসিএস প্রিলির নতুন নম্বর বণ্টন (50th BCS Marks Chart):
পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিবর্তিত নম্বর এবং অপরিবর্তিত বিষয়গুলো নিচে ছক আকারে দেওয়া হলো:
বিষয় (Subject) নতুন নম্বর (New Marks) পরিবর্তন (Changes) ১. বাংলা ভাষা ও সাহিত্য (Bengali Language & Literature) ৩০ ৫ নম্বর কমেছে ২. ইংরেজি ভাষা ও সাহিত্য (English Language & Literature) ৩০ ৫ নম্বর কমেছে ৩. বাংলাদেশ বিষয়াবলি (Bangladesh Affairs) ২৫ ৫ নম্বর কমেছে ৪. আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs) ২৫ ৫ নম্বর বেড়েছে ৫. গাণিতিক যুক্তি (Mathematical Reasoning) ২০ ৫ নম্বর বেড়েছে "৬. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (Ethics, Values & Governance)" ১৫ ৫ নম্বর বেড়েছে ৭. সাধারণ বিজ্ঞান (General Science) ১৫ অপরিবর্তিত ৮. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (Computer & IT) ১৫ অপরিবর্তিত ৯. মানসিক দক্ষতা (Mental Ability) ১৫ অপরিবর্তিত "১০. ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (Geography & Environment)" ১০ অপরিবর্তিত মোট নম্বর (Total Marks) ২০০ সময়: ২ ঘণ্টা
আরও পড়ুন:





