ওসমান হাদির মৃত্যুতে রাজধানীতে বিক্ষোভ

উসমান হাদির মৃত্যুতে উত্তাল রাজধানী
উসমান হাদির মৃত্যুতে উত্তাল রাজধানী | ছবি: এখন টিভি
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। তার মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তিনি মারা যান। এরপরই ঢাকায় হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করার দাবিতে শাহবাগে জড়ো হতে থাকেন ছাত্র-জনতা।

হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসেও। ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা তখন ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন্নাহার হলের মেয়েদের সঙ্গে করে শাহবাগে মিছিল নিয়ে আসেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

এসএস