আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: শফিকুল আলম

কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম
কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম | ছবি: এখন টিভি
0

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যেই নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।

আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকাল ১১টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘জুলাই হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এখন আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। চব্বিশের জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমাদের এখন মূল লক্ষ্য হত্যাকারীদের এ দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা। ২৪-এর গণহত্যার শহিদের মায়েরা আজো কাঁদছে বিচারের দাবিতে। তাদের চোখের জলে কাঁদছে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘তাই বিচারের রায় যত দ্রুত কার্যকর হবে ততই আমাদের সফলতা। আমরা চাই পরবর্তী নির্বাচিত সরকার এ দেশে বিচারের রায় কার্যকর করবে।’

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি উপস্থিত ছিলেন।

এসএস