আন্দোলনে দেশের ৬৪ জেলা থেকে হাজার হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ব্যানার, ফেস্টুন ও নানা দাবিদাওয়া নিয়ে অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য বিভাগ,সংশ্লিষ্ট দপ্তরকে ছয়দফা দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করাতে হবে।
আরও পড়ুন:
এসময় কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা বলেন, ‘মা ও শিশু রেজিস্ট্রেশন করে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার পরও মূল্যায়ন ও নানা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত।’
এসময় ২৪ ঘণ্টা সময় বেধে দেয় আন্দোলনরতরা। এছাড়াও তাদের দাবি না মানার ফলে ১ লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ হয়ে আছে। এতে স্বাস্থ্যখাতে সংকটের তৈরি হবে, তাই দ্রুত দাবি মেনে নেয়ার কথা জানান তারা।





