প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। এদিকে বুধবার (২৬ নভেম্বর) রাতে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।
আরও পড়ুন:
পৃথক আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার-
- ঢাকা বিভাগ: ২৯ উপজেলা
- চট্টগ্রাম বিভাগ: ২৯ উপজেলা
- রংপুর বিভাগ: ২৪ উপজেলা
- খুলনা বিভাগ: ২১ উপজেলা
- বরিশাল বিভাগ: ২১ উপজেলা
- ময়মনসিংহ বিভাগ: ১৫ উপজেলা
- সিলেট বিভাগ: ১৪ উপজেলা
- রাজশাহী বিভাগ: ১৩ উপজেলা নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বদলি করা ১৫৮ জন ইউএনও’র পূর্ণাঙ্গ তালিকা (Full List of 158 UNO Transfers) দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:





