শেখ হাসিনার নামে থাকা স্বর্ণের বৈধতা যাচাই শুরু করেছে দুদক

শেখ হাসিনা, দুদক কার্যালয়
শেখ হাসিনা, দুদক কার্যালয় | ছবি: এখন টিভি
1

শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে উদ্ধার ৮৩২ ভরি স্বর্ণের বৈধতা যাচাই শুরু করেছে দুদক। এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। গতকাল (মঙ্গলবার, ২৫ নভেম্বর) রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় দুটি ভোল্টে অভিযান চালায় দুদক।

দুদক জানায়, তাদের কাছে তথ্য ছিল সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণালঙ্কার রক্ষিত আছে। অভিযানে দুদকসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ছিলো।

দুদক মহাপরিচালক জানান, অভিযানে শেখ হাসিনা দুটি ভোল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে পূবালী ব্যাংকের ভোল্টে কোনো কিছু মেলেনি। ভোল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ পুতুলের স্বর্ণালঙ্কার রয়েছে।

আরও পড়ুন:

মো. আক্তার হোসেন জানান, স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক।

এদিন ২ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফারহাদ হোসেন ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

ইএ