ক্ষমতায় যাওয়ার আগেই নারী অধিকার নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে: নারী ও শিশু উপদেষ্টা

নারী ও শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ
নারী ও শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ | ছবি: সংগৃহীত
0

রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার আগেই নারী অধিকার ও নিরাপত্তা নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ (বুধবার, ২৬ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এমজেএফ আয়োজিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে জাতীয় সংলাপে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর গভীরে প্রোথিত বৈষম্য এবং নিপীড়নই নারীর নিরাপত্তাহীনতার মূল কারণ।’

সংলাপে বক্তারা জানান, নারীরা এখনো আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নিরাপত্তার সংকটে রয়েছেন। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল পর্যায়ে নারীর অধিকার নিয়ে কাজ বাড়াতে হবে। বর্তমান সরকার সংস্কারের শেষ প্রান্তে পৌঁছে গেছে, এখন থেকেই নারী অধিকার সংস্কারকে অগ্রাধিকার দেয়া হলে পরবর্তী সরকারকে এসব ইশতেহারের ভিত্তিতে জবাবদিহির আওতায় আনা যাবে।’

আরও পড়ুন:

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য নারী ও কন্যাদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ করি কে সামনে রেখে সহিংসতা প্রতিরোধ ও জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান জানানো হয় সংলাপে।

ইএ