প্রাথমিক তথ্যে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সেটি এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি সংস্থাটি।
আরও পড়ুন:
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, ‘কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পৌঁছায়। পরে আমাদের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’





