তিনি বলেন, পোস্টাল ব্যালট গণভোট ও জাতীয় নির্বাচন দুই ক্ষেত্রেই থাকবে। আগামী মাসের ৫ তারিখের ভিতর ভোটার তালিকা চূড়ান্ত হবে। এ অনুযায়ী নির্বাচনি প্রস্তুতি আগানো হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ব্যালট পেপার প্রিন্টিং বিষয়ে সরকারি প্রেসের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। কাগজ আছে পর্যাপ্ত। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক। আর গণভোটের হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যেকোনো কালি।’
তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের জন্য নর্থ আমেরিকায় রেজিস্ট্রেশন চলছে। আমরা একের পর এক আলাদা জোনে রেজিস্ট্রেশন কার্যক্রম চালাচ্ছি। শনিবার মক ভোট অনুষ্ঠিত হবে। এর ফল অনুযায়ী ভোটকেন্দ্র বাড়া কমার সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী, সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে আছেন, নির্বাচনের দায়িত্বে থাকবেন, এ চার ধরনের ব্যক্তি অ্যাপ এর মাধ্যমে ভোট দিতে পারবেন।
অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এখন পর্যন্ত ৩১ হাজার ১০৮ জন প্রবাসী ভোটার ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন বড় চ্যালেঞ্জ। তবে উৎসাহ আছে সবার। ইনশাআল্লাহ মোকাবিলা করতে পারবো।’
তিনি বলেন, ‘গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চলবে। দুই তিন দিনের মধ্যেই তা দৃশ্যমান হবে। অন্ধের মতো না, যোগ্যতা অনুযায়ী প্রশাসনের পদায়নের ব্যাপারে লটারি হয়েছে।’





