দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন খালেদা জিয়া
চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন খালেদা জিয়া | ছবি: বিএনপির ফেসবুক পেজ
1

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (সোমবার, ২৪ নভেম্বর) রাতে বিএনপির ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ দোয়া চাওয়া হয়েছে। এর আগে, দলের পক্ষ থেকেও দলীয় প্রধানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে তার চিকিৎসা চলছে।

সন্ধ্যায় চিকিৎসকদের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। তাই চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল (রোববার, ২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন:

গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গত কয়েক বছর ধরে লিভারসহ বেশ কিছু দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত পরীক্ষা–নিরীক্ষা করিয়ে থাকেন।

এসএস