ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর রাত ১০টা নাগাদ তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ১০টা ২৬ মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়ির চালক জানান, সন্ধ্যার পর বাসটি পার্ক করে বাসায় ফিরে যান তিনি। রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন তার উপার্জনের একমাত্র সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
স্থানীয়রা ধারণা করছেন, এটি দুষ্কৃতিকারীদের কাজ হতে পারে।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, ‘আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের কারণ নিশ্চিতভাবে জানা যাবে।’





