অজিত দোভাল-খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত; বাংলাদেশ সফরের আমন্ত্রণ

খলিলুর রহমান (বামে), অজিত দোভাল (ডানে)
খলিলুর রহমান (বামে), অজিত দোভাল (ডানে) | ছবি: সংগৃহীত
1

ভারতের দিল্লিতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ বৈঠকে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. খলিলুর রহমান। আজ (বুধবার, ১৯ নভেম্বর) ভারতের দিল্লিতে দুই পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত খলিলুর রহমান তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে দু’দেশে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন খলিলুর রহমান ও অজিত দোভাল।

আরও পড়ুন:

জানা গেছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভে তার উপস্থিতি সরকারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

আগামীকাল (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) দিল্লিতে পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছরের জুনে বাংলাদেশ পঞ্চম দেশ হিসেবে সিএসসিতে যুক্ত হয়।

এবারের সম্মেলনে পাঁচ দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিচ্ছেন ড. খলিলুর রহমান। অজিত দোভালের আমন্ত্রণে গতকাল (মঙ্গলবার, ১৮ নভেম্বর) রাতে আঞ্চলিক এ ফোরামে যোগ দিতে ড. খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছান।

এসএস