শেখ হাসিনার রায় ঘিরে সরব ভারতীয় মিডিয়া

ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
1

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় আজ (সোমবার, ১৭ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়কে ঘিরে শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী ভারতেও তীব্র আলোচনার ঝড় বইছে। ভারতীয় গণমাধ্যমের বড় একটি অংশ এরইমধ্যে সম্ভাব্য রায়ের পরিণতি এবং শেখ হাসিনার ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।

আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

দ্য হিন্দু পত্রিকার প্রধান খবর হাসিনার রায় | ছবি: সংগৃহীত

এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি অপর দুই আসামি—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এনডিটিভির প্রধান শিরোনাম শেখ হাসিনা | ছবি: সংগৃহীত

রায় ঘোষণার আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রায় যা–ই হোক, ভারত আমার মাকে নিরাপদে রাখবে। এ মন্তব্য ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় সব গণমাধ্যমই এটি গুরুত্ব দিয়ে প্রচার করছে।

সকাল সাড়ে দশটার দিকে ভারতের প্রধান সংবাদমাধ্যমগুলোর পরিস্থিতি ছিল এমন—

এবিপির খবরে শেখ হাসিনা | ছবি: সংগৃহীত

এনডিটিভি’র শীর্ষ পাঁচটি খবরে চারটিই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে। দ্য হিন্দু রায়ের অগ্রগতি নিয়ে ‘লাইভ’ আপডেট দিচ্ছে। হিন্দুস্তান টাইমস–এর শীর্ষ দুই খবরের একটিতে স্থান পেয়েছে এই ইস্যু।

আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার খবর | ছবি: সংগৃহীত

এবিপি লাইভ–এ প্রধান শিরোনামেই রয়েছে হাসিনার বিচার। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন– উভয় পত্রিকায় এটি লিড নিউজ হিসেবে প্রকাশিত।

এনএইচ