হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

ট্রাইব্যুনাল এলা বিজিবির সতর্ক অবস্থান
ট্রাইব্যুনাল এলা বিজিবির সতর্ক অবস্থান | ছবি: সংগৃহীত
0

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

পুলিশ জানায়, আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ মুখে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সেনা সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান থাকবে।

নিরাপত্তা নিশ্চিতের জন্য আজ রোববার থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্টে বসানো হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।—বাসস

এএইচ