সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন | ছবি: এখন টিভি
0

নির্বাচন কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (রোববার, ১৬ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শুরুতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশিত করতে চায় নির্বাচন কমিশন। এ সময় সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না বলেও জানিয়েছেন এ এম এম নাসির উদ্দিন।’

আরও পড়ুন:

এ সময় সিইসি বলেন, ‘আচরণবিধি পরিপালনের উপর একটা সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।’ তাই দলীয়ভাবে আচরণ বিধি প্রচার করার আহ্বান জানান তিনি। এদিন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২য় দিনের মতো সংলাপ করছে কমিশন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ ১২টি দলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে সকল নিবন্ধিত দলের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন।

ইএ