জুলাই সনদ বাস্তবায়নে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: সংগৃহীত
0

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। সরকারের নেয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসড়া প্রস্তাব নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।

সভায় আইন উপদেষ্টা বলেন, ‘সারা দেশে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম পুরোদমে শুরু হলে মামলা অর্ধেক কমে যাবে।’

আরও পড়ুন:

এসময় তিনি বলেন, ‘বিচার বিভাগীয় সংস্কার কমিশনের ৭০ থেকে ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে।’

পৃথিবীর সব সংস্কার সংবিধানে আটকে আছে এমন ধারণা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘সংবিধান কোনো ম্যাজিক নয় যে, লিখে দিলেই সমাধান হয়ে যাবে।’

রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অভ্যাস বাদ না দিলে কোনো কিছুই পরিবর্তন হবে না বলেও জানান তিনি।

সেজু