ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটক
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটক | ছবি: সংগৃহীত
1

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিফ সাঈদ মামুন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কলেজের সামনে ফাঁকা এলাকায়, যেখানে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিহত তারিফ ধানমন্ডি থানা ছাত্রদলের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে উপস্থিত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

আরও পড়ুন:

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এফএস