পুলিশি বাধা ও আটক শিক্ষকদের মুক্তি দাবিতে মোমবাতি প্রজ্বলন

কেন্দ্রীয় শহিদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা | ছবি: এখন টিভি
0

শাহবাগের কর্মসূচিতে পুলিশি বাধা ও আটক ৫ শিক্ষকের মুক্তি দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা। গতকাল (শনিবার, ৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ বলেন, পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন:

এসময়, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার হুশিয়ারি দেন তিনি।

ইএ