সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে ভারত তার আগ্রাসী ও হিংস্র নীতির নির্মম চেহারা প্রকাশ করছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে দেশটি।
আরও পড়ুন:
বক্তারা আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দুর্বল করার এই কৃত্রিম আগ্রাসী নীতির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সংগঠন সূত্রে জানা গেছে, ৪৮ ঘণ্টার এই লং মার্চ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনামসজিদ সীমান্তে কর্মসূচি সমাপ্ত হবে।





