বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যা হওয়ার হয়ে গেছে, সরকারকে নিজ থেকেই তার জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কেউ বের করে নিয়ে আসবে না।’ আজ (শুক্রবার, ৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে তা দ্রুতই কেটে যাবে। তরুণদের ও ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐকবদ্ধভাবে সকল চক্রান্ত প্রতিহত করতে হবে।’
এসময় গণতন্ত্রে উত্তরণের জন্য চলমান সমস্যা সমাধান করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ নেতা।