আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সংক্রান্ত কার্যক্রম ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

কথা বলছেন শফিকুল আলম
কথা বলছেন শফিকুল আলম | ছবি: এখন টিভি
0

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও আনসার বাহিনীর ট্রেইনিংসহ এ ধরনের কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৫ নভেম্বরের মধ্যে তিনি এ কার্যক্রমগুলো শেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া তিনি জানান, নির্বাচন বানচাল করতে দেশ ও দেশের বাইরে থেকে চাপ আসলেও সেটি সামাল দিতে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের আদ্যোপান্ত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশন ও নিরাপত্তা বাহিনীগুলোর বৈঠকে গুরুত্ব পেয়েছে নির্বাচনের নিরাপত্তার বিষয়। এসময় নির্বাচনে নিরাপত্তা বাহিনীর পদায়নের ক্ষেত্রে সক্ষমদের খুঁজে বের করা ও নিজ এলাকায় পদায়ন না করার ব্যাপারে আলাপ হয়েছে। তাদের পদায়নের কাজ শুরু হবে ১ নভেম্বর থেকে।’

প্রেস সচিব জানান, প্রতি নির্বাচনে ৫০ থেকে ৬০ হাজার সামরিক বাহিনী কাজ করলেও এবার প্রায় এক লাখ সামরিক বাহিনীর সদস্য মাঠে থাকবে।

এসএস