আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের আদ্যোপান্ত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশন ও নিরাপত্তা বাহিনীগুলোর বৈঠকে গুরুত্ব পেয়েছে নির্বাচনের নিরাপত্তার বিষয়। এসময় নির্বাচনে নিরাপত্তা বাহিনীর পদায়নের ক্ষেত্রে সক্ষমদের খুঁজে বের করা ও নিজ এলাকায় পদায়ন না করার ব্যাপারে আলাপ হয়েছে। তাদের পদায়নের কাজ শুরু হবে ১ নভেম্বর থেকে।’
প্রেস সচিব জানান, প্রতি নির্বাচনে ৫০ থেকে ৬০ হাজার সামরিক বাহিনী কাজ করলেও এবার প্রায় এক লাখ সামরিক বাহিনীর সদস্য মাঠে থাকবে।





