‘হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)’ তাদের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করেছে। এইচআরডব্লিউ ছাড়াও ঐ ৬ সংস্থার তালিকায় আছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), দক্ষিণ আফ্রিকার সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা থাইল্যান্ডভিত্তিক সংগঠন ফোরটিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট।
চিঠিতে জুলাই অভ্যুত্থান ও গেলো ১৫ বছরে সংঘটিত গুরুতর নিপীড়ণে দায়ীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা, র্যাব বিলুপ্ত করা, গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ এর মতো বিতর্কিত আইন বাতিল বা সংশোধনের দাবি জানানো হয়েছে।
এছাড়া আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানসহ রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন ও তাদের ওপর আরোপিত বিধিনিষেধ কমানোর প্রস্তাবও এ চিঠিতে দেয়া হয় চিঠিতে।




